লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; আগামী ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এমন প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, নারী নেত্রী মমতাজ বেগম, মাসুদুর রহমান খান ভুট্টো প্রমূখ।

এ সময় বিভিন্ন বেসরকারি সংগঠন ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীরা কাজ করে যাচ্ছেন। সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে হলে নারীদের ভূমিকা অনেক। এক্ষেত্রে পুরুষদের ভূমিকা অনেক। সেই ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।