খাগড়াছড়িতে গৃহবধূ কোহিনুর হত্যাকান্ডে স্বামীর মৃত্যুদন্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০ নিজেস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির দিঘীনালার গৃহবধু কোহিনূর বেগমকে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার দায়ে স্বামী মোঃ শাহ আলমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। বুধবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় দীঘিনালার রশিক নগর গ্রামের নিজ বসতবাড়িতে স্ত্রী কোহিনূর বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী মোঃ শাহ আলম। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১ অক্টোবর গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট ভাই মোঃআলম মিয়া বাদি হয়ে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৯ ডিসেম্বর পুলিশ চার্জশিট দাখিলের পর আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বিধান কানুনগো বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। Share this:FacebookX Related posts: খাগড়াছড়িতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক সেবনকারীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ইয়াবা কারবারির মালামাল ক্রোক লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণ-হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড পটিয়ায় আড়াই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন তথ্য প্রতিমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় মেয়রের বিরুদ্ধে আইসিটি মামলা টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা SHARES Matched Content আইন আদালত বিষয়: কোহিনুর হত্যাকান্ডেখাগড়াছড়িগৃহবধূস্বামীর মৃত্যুদন্ড