লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কফিল উদ্দিন, আবদুর রহমান ও মো. জয়নাল। রায়ের সময় আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো.শাহজালাল। জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি জানিয়েছেন। আদলত সূত্র জানায়, আবদুল মান্নান ভূঁইয়া জেলা সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে গলা কেটে করে হত্যা করা হয়। চারদিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদি হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত রয়েছেন বলে আদালতে প্রমাণিত হয়। হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী এ কে এম হুমায়ুন কবির বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। Share this:FacebookX Related posts: ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক সেবনকারীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ইয়াবা কারবারির মালামাল ক্রোক খাগড়াছড়িতে গৃহবধূ কোহিনুর হত্যাকান্ডে স্বামীর মৃত্যুদন্ড লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণ-হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু পটিয়ায় আড়াই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার SHARES Matched Content আইন আদালত বিষয়: ৩ জনের মৃত্যুদণ্ডআ’লীগ নেতা হত্যালক্ষ্মীপুর