মাগুরা আওয়ামী লীগ সভাপতির ইন্তেকালে শোক প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ ও দলের প্রতি তানজেল খানের ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তানজেল খান বার্ধক্যজনিত কারণে আজ সকালে মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না. . . রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।