বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বগুড়া-১ আসনের সংসদ সদস্য, কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক শোক বার্তায় আব্দুল মান্নানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করে শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো। প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আব্দুল মান্নান এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্র, বাসস। Share this:FacebookX Related posts: ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ঢাকায় বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু শীতের শ্বাসকষ্টে আরও ৩ জনের মৃত্যু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ SHARES Matched Content জাতীয় বিষয়: আব্দুল মান্নানবগুড়া-১মৃত্যুরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীশোকসংসদ সদস্য