আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেছেন, ‘করোনা ভাইরাসে ভয় পেলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে। এটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই ঝড় বয়ে যাচ্ছে।’

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত‌বি‌নিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই।’ তিনি বলেন, ‘আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহলে অনেক জীবন রক্ষা পাবে।’

শেখ হা‌সিনা বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। এটা এমন ভাবে বিস্তার লাভ করছে যে এই ভাইরাসটি মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বব‌্যাপী। এটা একটা অঙ্কের মতো বাড়ে।’ অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস।