গৌরীপুর-ভৈরব লাইনে ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ কমল সরকার,গৌরীপুর : প্রায় ৫ ঘন্টা পর গৌরীপুর-ভৈরব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত সারবাহী ওয়াগন উদ্ধারের পর লাইন মেরামতের কাজ শেষ হলে শুক্রবার (১৭ জানুয়ারী) রাত সোয়া ১০ টার দিকে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে আখাউড়া থেকে ছেড়ে আসা সারবাহী মাল ট্রেনটি গৌরীপুর স্টেশনে ঢুকার সময় শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গৌরীপুর-ভৈরব লাইনে হোম সিগন্যালের ২৫ নং ক্রসিং পয়েন্টের কাছে লাইচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আব্দুর রাশিদ জানান, ময়মনসিংহ কেওয়াটখালী রিলিফ ট্রেন রাত ৯ টার দিকে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করে। লাইন মেরামতের পর রাত সোয়া ১০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মাল ট্রেনের চালক রেজাউল আলম (৪০) জানান, তিনি আখাউড়া স্টেশন থেকে সারবাহী মাল ট্রেনটি নিয়ে জামালপুরের তারাকান্দির উদ্দেশে যাচ্ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাল ট্রেনটি স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার পর একটি ওয়াগন লাইনচ্যুত হয়। লাইনচ্যুতের ঘটনা টের না পেয়ে চালক ওয়াগনটিকে প্রায় কোয়ার্টার কিঃ মিঃ চেঁচড়ে নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের চিৎকারে চালক ঘটনা টের টের পেয়ে মাল ট্রেন থামান। এদিকে লাইচ্যুত ওয়াগনটি স্টেশনের ২নং গেইটে রা¯Íার ঠিক উপরে পড়ে থাকায় গৌরীপুর শহরের সাথে গাওগৌরীপুর, চকপাড়া, শালিহরসহ বেশ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আবারো মাইক্রোবাস মাহেন্দ্র সংঘর্ষ-আহত-১১ হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট কেন্দুয়ায় খোলা বাজারের ৯০ বস্তা চাল কালো বাজারে : ডিলারসহ গ্রেফতার-২ ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন বাঁচানো গেলো না উদ্ধার হওয়া হালুয়াঘাটের সেই নবজাতককে গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা ময়মনসিংহে বাসের চাপায় সড়কে ঝরলো শিশুসহ ৭ জনের প্রাণ SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুর-ভৈরবট্রেন চলাচল স্বাভাবিকলাইন