ময়মনসিংহে বাসের চাপায় সড়কে ঝরলো শিশুসহ ৭ জনের প্রাণ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধার কাজ চলছে।