উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে গফরগাঁওয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ৪৫ জন ও মৃত্যুবরণ করেছেন একজন। জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের করোনার উপসর্গ দেখা দিলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনি নমুনা দেন। ওই দিন উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ আরও ৬টি নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। প্রাপ্ত পরীক্ষার ফলাফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারেরই ফলাফল পজেটিভ আসে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ শিক্ষা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার বলেন, আমাকে অফিসের কাজ ছাড়াও মাঠ পর্যায়ে সরকারের কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শমতো স্বাস্থ্যবিধি অনুসরণ করছি। Share this:FacebookX Related posts: ধোবাউড়া উপজেলাকে মাদক,সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত করার ঘোষনা হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে’র আরও দুইজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ৫ হালুয়াঘাটে শিশুসহ একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮ গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত মেয়র সুমনের সুস্থতা কামনায় দোয়া ভালুকায় ১৫ জন করোনায় আক্রান্ত গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হালুয়াঘাটে আরো একজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২৬ হালুয়াঘাটে করোনায় আক্রান্ত কৃষি কর্মকর্তাসহ সুস্থ্য ২৭,মোট আক্রান্ত ৫৮ ত্রিশালের এমপি করোনায় আক্রান্ত ঈশ্বরগঞ্জে আটোতে উঠতে বাধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১ হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলাকরোনায় আক্রান্তভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা