তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজের প্রবেশ পথে বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কদিনের বৃষ্টিতে কলেজের গেইটের সামনে হাটু পানি জমেছে। এতে করে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নেত্রকোনার আটপাড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেলিগাতী সরকারি কলেজ। যার শিক্ষার্থী সংখ্যা বর্তমানে প্রায় তিন হাজারের অধিক। উপজেলার বিভিন্ন এলাকার এমনকি বাইরের জেলার শিক্ষার্থীরা পড়াশুনা করে এই কলেজে। গত কয়েক বছর ধরে কলেজের প্রবেশ পথে বর্ষা মওসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে কলেজে প্রবেশের প্রধান রাস্তার দুইপাশে অপরিকল্পিত দোকানপাট এবং ঘরবাড়ি গড়ে তোলা। ঘরবাড়ি এবং দোকানপাট গুলো পাশাপাশি গড়ে ওঠার কারনে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা থাকছে না।

ফলে অল্প বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে নোংরা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। কলেজের এই রাস্তাটি দিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও তেলিগাতী ইউনিয়নের বিজয়পুর, দওজ ইউনিয়নের ইকরাটিয়া এবং শ্রীরামপাশা গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জলাবদ্ধতার বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং এমপি সাবকে জানানো হয়েছে। জলাবদ্ধতা নিরসনকল্পে দরপত্র পক্রিয়াধীন আছে।

আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম জানান, তেলিগাতী সরকারি কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলাবদ্ধতার খবরটি জেনেছি। জলাবদ্ধতা নিরসনে কলেজের প্রবেশ পথের দুইপাশে ড্রেনের ব্যবস্থা করা হবে।