দুর্গাপুরের মিলন হত্যা মামলার পলাতক আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ভিকটিম মিলন মিয়া (৫০) এর খুনের ঘটনায় মামলার মূল আসামী সোহেল মিয়া (২১) কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ ময়মনসিংহ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামি হলেন, নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার ভাউড়তলা নাগুয়া গ্রামের রশিদ এর পুত্র সোহেল মিয়া (২১)। র্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার ও উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়া(৫০) এর সাথে তারই মামাতো ভাই আসামী রাশিদ ও রশিদের ছেলে সোহেল, মামুনের সাথে দীর্ঘদিন ধরে জমি -জমা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলছিল। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন গত ২ ফেব্রুয়ারি সকালে মিলন মিয়া(৫০) নিজেদের জমিতে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর আসামি সোহেল মিয়া সহ অন্যান্য আসামিরা জমিতে এসে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বললে, তাদের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম মিলন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। আহত মিলনের আর্ত-ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত সংবাদ দুর্গাপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মিলনকে হত্যার ঘটনায় নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সোমা খাতুন বাদী হয়ে ৪জনকে আসামি করে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩ । উক্ত ঘটনার পর আসামিরা তাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিলেন। এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সদর ব্যাটালিয়ন এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার আনোয়ার হোসেন এর নেতেৃত্ব একটি আভিযানিক দল র্যাব-৭ চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূলহোতা নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার ভাউড়তলা নাগুয়া গ্রামের রশিদ এর পুত্র সোহেল মিয়া কে আটক করেন। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটের তিন মাদক ব্যবসায়ী চার কেজি গাাঁজাসহ ময়মনসিংহে গ্রেফতার ভালুকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরীপুরে সাইবার ক্রাইমার মাদক সম্রাট লাজুক চাকুরি থেকে সাময়িক বরখাস্ত ময়মনসিংহে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে ২৫ লক্ষ টাকা জরিমানা ময়মনসিংহে ৯০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক জামালপুরে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ আটক-১১ ময়মনসিংহের ডিবি’র অভিযানে গাঁজা ব্যবসায়ী চাঁন মিয়া গ্রেফতার! ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক গৌরিপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্য আটক হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: চট্টগ্রাম থেকে গ্রেফতারদুর্গাপুরেরপলাতক আসামীমিলন হত্যা মামলার