ভালুকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া কাচাঁবাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ১২ জানুয়ারী ২০২০ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর, মোঃ শিবলী সাদিক, পিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভালুকা থানাধীন জামির দিয়া কাচাঁবাজারের সামনেঢাকা-ময়মনসিংহ রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা-মোঃ সাবির উদ্দিন মুন্সী, সাং-বড়বাট্টা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা বর্তমানে সাং-সিড-স্টোর, ডালিবাড়ী মোড়,বাদল মিয়ার ভাড়াটিয়া বাসা, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহের হেফাজত হতে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার অপরাপর সহযোগী মাদক ব্যবসায়ীদের সহায়তায় ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়করে থাকে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী বলে জানা যায়। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।