ময়মনসিংহের ডিবি’র অভিযানে গাঁজা ব্যবসায়ী চাঁন মিয়া গ্রেফতার!

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

নেপাল ধর,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী ফুলবাড়িয়ার গাড়াজান (পন্ডিতপাড়া) গ্রামের ইউসুফ আলী খানের ছেলে চাঁন মিয়া খান। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবি’র এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাতে ফুলবাড়ীয়ার বেড়িবাড়ী থেকে ২ শত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী চাঁন মিয়া খানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী চাঁন মিয়া কে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।