হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ আটক-১১

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৯ জন জুয়াড়িসহ ১১জনকে আটক করেছেন।

জানা যায়, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ’র নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে উপজেলার নড়াইল ইউনিয়নের বাঘমার গ্রামের মৃত হাশিম এর পুত্র মনাহার (৪০) এর বাড়ী থেকে বৃহস্পতিবার (২৮মে) দিবাগত রাতে জুয়া খেলা অবস্থায় ৯ জন জুয়াড়িকে আটক করেন। এছাড়াও বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা বলে এক জন ও নিয়মিত মামলায় অপর এক আসামিকে আটক করেন পুলিশ ।

আটককৃত জুয়াড়িরা হলেন, উপজেলার বাঘমার গ্রামের মৃত হাশিম এর পুত্র মনাহার (৪০), আবুল হোসেনের পুত্র আব্দুল ছালাম (৪৫), মৃত আহাম্মদ আলীর পুত্র সোহেল (২৬), হাসমত আলীর পুত্র আব্দুল রাজ্জাক (৩০), আক্রাম আলীর পুত্র লিটন মিয়া (২২), মৃত আব্দুল জলিলের পুত্র মাইন উদ্দিন (২৫), মৃত লচু শেখ এর পুত্র হালিম উদ্দিন (২৬), আবুল কাসেমের পুত্র জাইদুল ইসলাম (৩০), আব্দুল জব্বার এর পুত্র আনারুল ইসলাম (২২)।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আরো ২জন আসামিসহ ১১জনকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সনের বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারায় অত্র থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সকলকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।