হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩ হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার (২৮ অক্টোবর) অপরাহ্নে ধুরাইল ইউনিয়নের মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক এর সভাপতিত্বে ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত সময়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের পক্ষে ভোট চান স্থানীয় নেতৃবৃন্ধ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য বাবু কাঞ্চন কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুর রহমান, সাবেক ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক চয়ন সরকার, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ, উপজেলা যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্ধ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্ধসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জুয়েল আরেং এর সমর্থক গোষ্টি সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের আজকের এই বর্ধিত সভা। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন হালুয়াঘাটের ব্যবসায়ীরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হালুয়াঘাটের স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ সাময়িক বরখাস্ত হালুয়াঘাটের সাবেক চেয়ারম্যান আক্রাম হোসেন মন্ডলের ইন্তেকাল হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকার মাঝি শিক্ষক আব্দুল মান্নান হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হালুয়াঘাটের ধারা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হালুয়াঘাটের পৌর মেয়রকে হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা হালুয়াঘাটের ধারা বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তিন দোকান পুড়ে ছাই হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহন হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভোট পুণঃগণণার দাবীতে মামলা SHARES Matched Content দেশের খবর বিষয়: ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগেরবর্ধিত সভা অনুষ্ঠিতহালুয়াঘাটের