হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকার মাঝি শিক্ষক আব্দুল মান্নান

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকার মাঝি শিক্ষক আব্দুল মান্নান

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সিমান্ত পাদদেশ ঘেঁষা গাজিরভিটা ইউনিয়নে সকল জলপনা কল্পনার অবষান ঘটিয়ে অবশেষে নৌকার মাঝি হলেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

এই প্রথমবার নৌকা প্রতীক নিয়ে গাজিরভিটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হতে চান। তিনি নৌকা প্রতিক পাওয়ার পর একান্ত সাক্ষাতকারে এ প্রতিবেদককে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন, নৌকা প্রতীকে ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার আখাঙ্কা ব্যক্ত করেন।

গরীব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ সঠিক পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূখী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন। প্রাথমিক ও গণশিক্ষা সর্ম্পকিত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য ও পশু সম্পদ সহ অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। পাশাপাশি সঠিক সময়ে জন্ম নিবন্ধন আওতাভুক্ত করণ ইউ.পি কর আদায়, বিনামূল্যে চারিত্রিক সনদপত্র প্রদান করে জনগনের খেদমত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গ্রাম্য আদালতে পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।

অত্র ইউনিয়নের স্যানিটেশশন ব্যবহার শতভাগ নিশ্চিতকরণসহ বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, সরকার কর্তৃক প্রদানকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গরীব ও দুস্থদের তালিকা প্রনয়ন পূর্বক তাদেরকে বিনামূল্যে সাহায্য প্রদান করবেন। সম্প্রতি সময়ে অত্র ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন কাজ নিশ্চিত করেন। গ্রামীণ শিল্পের উন্নয়নে উৎসাহ প্রদান, বাড়তি খাদ্য উৎপাদনের জন্য অত্র ইউনিয়নের কৃষকদের সরকার কর্তৃক সকল প্রকার সুযোগ-সুবিধা বিনামূল্যে প্রদান করবেন। সম্প্রতি শিক্ষক আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় সীমান্ত সড়কের কাজ সম্পন্ন করা হয়। গাবরাখালী পর্যটন কেন্দ্রটিকে আরো প্রাণবন্ত করতে সার্বিক ভাবে সচেষ্ট থাকবেন।

বর্তমান সরকারের ডিজিটাল ভিশন গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ থেকে গ্রামবাসীদের তথ্যসেবা প্রদান করবেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ গ্রহন করে অত্র ইউনিয়নের সর্বসাধারণকে ডিজিটাল কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিপ্লব ঘটানোর জন্য নানাবিধ পরিকল্পনাসহ কৃষকদের পরামর্শ প্রদান করেন। অত্র ইউনিয়নের সর্বসাধারণের নিকট প্রশংসিত একটি নাম শিক্ষক আব্দুল মান্নান। সকল শ্রেণী পেশার মানুষ তাকে আপন করে নিয়েছেন। জনগণের পাশে থেকে নিজেকে সেবক হিসেবে বিলিয়ে দিতে চান। আসন্ন ইউ.পি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জানা যায়, হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের হস্তক্ষেপে পাল্টে গেছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক চিত্র। গারো পাহাড়ের কূল ঘেঁষে মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি। যেখানে শিক্ষক আব্দুল মান্নানের হাতের ছোয়ায় প্রতিনিয়ত বৃদ্ধিপাচ্ছে উন্নয়নের ছোঁয়া। বিদ্যালয়টি বায়ান্নের ভাষা আন্দোলনে নিহত শহীদ আব্দুল জব্বারের স্মৃতি প্রতিষ্ঠিত করতে ১৯৯৫ সালে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রত্যান্ত গ্রামাঞ্চলের অক্ষরজ্ঞানহীন মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগীতায় ৬১জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করেন। যৌবনে উদ্বীপ্ত মনে নিজের শ্রম ও মেধা দিয়ে তিল তিল করে গড়ে তোলেন আজকের এই সফল শিক্ষা প্রতিষ্ঠানটি। র্জীর্ণদশা থেকে বেড়িয়ে আজ অনেকটাই স্বাবলম্বী হয়েছে প্রতিষ্ঠানটি। নেই কোন ক্লাস রুমের অভাব, নেই কোন আসবাবপত্রের অভাব সফলভাবে পরিচালনা করছেন প্রতিষ্ঠানটি।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে পাঁচশত। শিক্ষক কর্মচারী মিলে মোট ১৭জন স্টাফ পাঠদান কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিবছরই শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছেন। সর্বত্র ছড়িয়ে পরেছে প্রতিষ্ঠনটির সুনাম। জেএসসিতে গত দুই বৎসরে বৃত্তি পেয়েছে ১১জন। প্রতিষ্ঠানটিতে দু’তলা বিল্ডিং ১টি, চারতলা ভিট বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ চলমান, শহীদ মিনার ১টি। শৌচাগারের সংখ্যা বেশ কয়েকটি।

প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে কথা বললে তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন স্যারের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি জীবিত থাকলে বিদ্যালয়টি হালুয়াঘাটের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রুপান্তরিত হত। তার সুযোগ্য সন্তান হালুয়াঘাটের সকলের প্রিয় ব্যক্তি বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং প্রতিষ্ঠানটিকে আধুনিক প্রতিষ্ঠান গড়তে পিতার আর্দশের মতই তিনিও সার্বিক সহযোগীতা করে আসচ্ছেন। আমাদের চেষ্টা রয়েছে ২০২২ সালের মাঝে প্রতিষ্ঠানটিকে পূর্ণ কলেজে উন্নীত করার।

শিক্ষক আব্দুল মান্নান তিনি গফরগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি ও ১৯৮৭ সনে গফরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯০ সনে ময়মনসিংহ পলিট্যাকনিক ইনস্টিটউট থেকে ডিপ্লোমা ইনজিনিয়ারিং সম্পন্ন করেন, ১৯৯৩ সনে গফরগাঁও সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন । ২০০৪ সনে বিএড ও ২০১৩ সনে এমএড কোর্স সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সাফল্যের জন্য সকলের নিকট সহযোগীতা প্রত্যাশা করেন। পাহাড়ী জনপদের প্রত্যান্ত গ্রামাঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মান্নান।