হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়ন পরিষদের কনফারেন্স কক্ষে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে বিলডোরা ইউপি ভবনের সম্মেলন কক্ষে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যান্ত গ্রামাঞ্চলের এ কার্যালয়টি ৬ নম্বর বিট হিসেবে গণ্য করা হবে।

বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে এ বিষয়টির কাজ চলমান রয়েছে। বিট পুলিশিং এর ফলে জনগণ এখন থেকে পুলিশ বাহিনীর সেবা ইউনিয়ন পর্যায় থেকেই পাবেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হবে।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমি বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে জনগণ পুলিশের কাছ থেকে আইনি সহায়তা অতিদ্রুত সময়ের মধ্যে ভোগ করতে পারবেন।’ পুলিশের এ ধরনের উদ্যোগের জন্য বিলডোরাবাসীর পক্ষ থেকে আইজিপি ড. বেনজীর আহমেদকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় বিলডোরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক হীরা রঞ্জন মিত্র, হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক মোঃ নাজিম উদ্দিন,অত্র ইউনিয়নের সদস্য/সদস্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।