হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহন

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের দায়িত্ব গ্রহন আনুষ্ঠানিক ভাবে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে) বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যর উপস্থিতিতে পূর্বের কমিটি দায়িত্ব অর্পণ করেন।

এ সময় বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন ।

দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সহ-সভাপতি মো. আব্দুস ছাত্তার, সম্পাদক মো. কাসেম আলী, সহ- সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, সম্মানিত সদস্য মো. আরিফ রব্বানী, মো. সজলু মিয়া,আব্দুল খালেক,নারী সদস্য মোছা: আছমা খাতুন, আফরোজা আক্তার, ফজিলা খাতুন ও মুর্শিদা আক্তার সহ সাবেক কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ২২ আগষ্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ঐতিহ্যবাহী বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় ।

নির্বাচনের দায়িত্ব পালন করেন বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা, সহকারি নির্বাচন কমিশনার নাজমুস সাকিবা ও মোহাম্মদ আব্দুল মান্নান। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত কার্যকরী পরিষদ আগামী তিন বছর দ্বায়িত্ব পালন করবেন।