হালুয়াঘাটের বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ নজরুল ইসলাম ও সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে মো. কাসেম আলী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রতিদন্ধী প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে ৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. সুরুজ্জামান ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০ ভোট। সহ-সভাপতি পদে মো. আব্দুস ছাত্তার চাকা প্রতীক নিয়ে ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. আবুল কালাম মই প্রতীক নিয়ে পেয়েছেন ১৮২ ভোট। সম্পাদক পদে মো. কাসেম আলী হরিণ প্রতীক নিয়ে ৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. সারোয়ার হোসেন গরুর গাড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।

সহ- সম্পাদক পদে মো. হাবিবুর রহমান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. রফিকুল ইসলাম কলসি প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আবুল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৭০ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. আব্দুল মন্নাজ মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২০১ ভোট। এছাড়াও সম্মানিত সদস্য পদে মো. আরিফ রব্বানী কোদাল প্রতীক নিয়ে পেয়েছে ৬২৯ ভোট, মো. সজলু মিয়া বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৪ ভোট এবং আব্দুল খালেক টেলিভিশন প্রতীক নিয়ে ৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও নারী সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় ৪জন প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, মোছা: আছমা খাতুন,আফরোজা আক্তার,ফজিলা খাতুন ও মুর্শিদা আক্তার।

নির্বাচনের প্রাপ্ত ফালাফলের সত্যতা নিশ্চিত করেন, বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা, সহকারি নির্বাচন কমিশনার নাজমুস সাকিবা ও মোহাম্মদ আব্দুল মান্নান। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদের বিপরিতে ১৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতা করেন। তিনি আরো বলেন, বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন এর ফলাফল সমবায় সমিতি আইন ৩৪(৫) বিধি মোতাবেক প্রকাশ করা হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থীতির নিয়ন্ত্রণে দ্বায়িত্ব পালন করেন হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক সাইদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা।