হালুয়াঘাটে তিন দফা দাবীতে যুবলীগের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে তিন দফা দাবীতে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের পুরাতন ব্যাসস্টেন্ড দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের নিকট তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করেন যুবলীগের নেতাকর্মীরা।

তারা বলেন, আগষ্ট মাস শোকের মাস। ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির এক কলঙ্কিত অধ্যায়। এইদিন জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিল। সেদিন মনবতা ভূলন্ঠিত হয়েছিল। মানবধিকার পদতলে পৃষ্ট হয়েছিল। আবার ২১ আগষ্ট জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা তৎকালীন রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলায় আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। এছাড়াও সমসাময়িক রাজনীতিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বাঁধাগ্রস্থ করা, অগ্নি সন্ত্রাস, পেট্্েরাল বোমা বিস্ফোরণ,সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের খেলায় যারা মেতে উঠেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

দাবী সমূহ হল ১৫ আগষ্ট এর মাস্টার মাইন্ড ও মানবাধিকার লঙ্গনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার , ২১ আগষ্ট এর মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবী।

এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মির্জা মোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল কাদির, একলাছ উদ্দিন, সোহেল, মজনুসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।