ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাজহারুল ইসলাম মারুফ (৩৪), কান্ত মিয়া (৪০) ও সাজু আহমেদ রাজু (৩৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চন্ডিপুর গ্রামে আটককৃত মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। সে সময় মাজহারুল ইসলাম মারুফের দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোমড়ের অংশ থেকে লাল রংয়ের পলিথিনে মোড়ানো ৪০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, কান্ত মিয়ার দেহ তল্লাশী করে একটি লাল রংয়ের পলিথিনে বা মোড়ানো ১২ পিস ও সাজু আহমদ ওরফে রাজুর দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে ১০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, মো. আহামদ খান নামের আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি ইয়াবা ও মাদক ব্যবসা করে আসছেন। তাকে আহামদ ওরফে ইয়াবা সম্রাট আহামদ নামে এলাকায় সবাই চেনে। তার নামে এর আগেও কমলগঞ্জ থানায় একাধিক মাদক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় আটককৃত তিন জন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।