নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছালিক মিয়া নামের আলোচিত মাদক ব্যবসায়ীকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ, ওসি অপারেশন আমিনুল ইসলাম, এসআই শামসুল ইসলাম, এসআই সমিরণ চন্দ্র্র দাশ, এস আই ফখরুজ্জামান সহ একদল পুলিশ প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকান থেকে বিভিন্ন সাইজের ৫২ বোতল অফিসার্স চয়েজ ব্লু, ১০ বোতল রয়েল স্ট্রেক, ৮০ বোতল ম্যাগডয়েল নং-১ এবং ২ বোতল সিগনেসারসহ মোট ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ছালিক মিয়াকে আটক করার পর তার সিকারোক্তিতে দোকানের বিভিন্ন জায়গা থেকে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসেবে উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৫শ টাকা। থানার এস আই সমিরণ চন্দ্র দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত ছালিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। আলোচিত এই মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর পুত্র। এর আগেও ২০১৬ সালের ১৮ মার্চ ছালিক মিয়া বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালেই মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: মেলান্দহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যা করিমগঞ্জে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার বাহুবলে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আলোচিতনবীগঞ্জভারতী মদসহমাদক ব্যবসায়ী গ্রেফতার