মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ইসমত আলী (৫৮)। সে মৌলভীবাজার সদর উপজেলার এক নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা দিকে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে ইসমত আলী মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখবাড়ীস্থ ইসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেক ১২৫ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।’