পুরোপুরি বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : কয়লা সংকটের কারণে সোমবার দুপুর সাড়ে ১২টায় বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি শুরু হওয়ার পর থেকে এই প্রথম পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। কয়লা সংকটে ২৫ মে একটি ইউনিট বন্ধ হলেও অবশিষ্ট ইউনিট চালু ছিলো যা আজ বন্ধ হয়ে গেল। এতে পটুয়াখালীসহ সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি সমগ্র বরিশাল, খুলনা ও ঢাকার বেশ কিছু অংশের বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস ছিল। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৩ হাজার থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৩ হাজার ৪৪০ মেগাওয়াটের বিপরীতে গড়ে ২ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। আর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৭০০ থেকে ১ হাজার বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এতে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির মাধ্যমে এতদিন পরিচালনা হয়ে আসছিল। পরে দুই প্রতিষ্ঠানের সমান মালিকানায় বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) নামে আলাদা একটি প্রতিষ্ঠান গঠিত হয়। বিগত দিনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রকে ৬ মাস বাকিতে কয়লা দিয়েছে সিএমসি। পরে আরও ৩ মাসের বকেয়াসহ ৯ মাসে এই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৩৯ কোটি ডলার। এই বকেয়া ডলার সংকটের কারণে পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। যে কারণে চীন থেকে কয়লা আমদানি বন্ধ করে দেওয়া হয়। ডলার সংকট মেটাতে কয়েক দফা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেও সমাধানে আসতে পারেনি সংশ্লিষ্টরা। Share this:FacebookX Related posts: সড়কে শৃঙ্খলা পুরোপুরি আসেনি : কাদের পুরোপুরি নিভল বঙ্গবাজারের আগুন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পাপিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে সংবাদ অসত্য হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশসহ ২ জন নিহত সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা চান পরিবহন মালিকরা ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ মামুনুল হকের কথিত স্ত্রী ঝর্ণার মেডিকেল টেস্ট সম্পন্ন করোনায় প্রাণ গেল আরও ৬০ জনের গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হযরত শাহজালাল, শাহ পরানের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী পেঁয়াজ আমদানি হবে কি না সিদ্ধান্ত শ্রীঘ্রই SHARES Matched Content জাতীয় বিষয়: তাপবিদ্যুৎ কেন্দ্রপায়রাপুরোপুরিবন্ধ হয়ে গেল