ফুলপুরে ডাকাতির প্রস্ততি কালে ৫ ডাকাত আটক

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ফুলপুর থানাধীন সুতারপাড় সাকিনস্থ ভাঙ্গা ব্রীজের পাশে জনৈক তোজাম্মেল হক এর রাইছ মিলের সামনে কতিপয় ডাকাত গোপনে সংঘবদ্ধ হইয়া ডাকাতি করার জন্য ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ীতে ছদ্মবেশে অবস্থান করার সংবাদ প্রাপ্ত হয়ে এসআই (নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছাইয়া আসামী ১। মো. মামুন মিয়া (২০), পিতা-ইদ্রিস আলী, সাং- চরকৃষ্ণপুর, ২। মো. আসিফ (২২) পিতা-মোশারফ হোসেন ৩। হুমায়ুন (২৫) পিতা শহীদ মিয়া ৪। স্বপন মিয়া (২৫) পিতা-মো. রশিদ সর্ব সাং-পলাশকান্দা, ৫। শাহীন মিয়া (৪০) পিতা-আবুল কাশেম মৃধা, সাং-ডাকুয়া, সর্ব থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহগণকে হাতেনাতে ধৃত করেন। ঐ সময় ধৃত আসামীদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী দৌড়াইয়া পালাইয়া যায়।

উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে ০২টি দেশীয় কাঠের হাতলযুক্ত রামদা, ০২ টি দেশীয় কাঠের হাতলযুক্ত চাকু, ০৩টি বাটন মোবাইল, সাদা লাইলনের রশি ও ০১টি ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ীটি জব্দ করেন।

উক্ত ঘটনায় ফুলপুর থানার মামলা নং- ২৬ তারিখ-২৩/০৫/২০২৩ খ্রি, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন।