ফুলপুরে ডাকাতির প্রস্ততি কালে ৫ ডাকাত আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : ফুলপুর থানাধীন সুতারপাড় সাকিনস্থ ভাঙ্গা ব্রীজের পাশে জনৈক তোজাম্মেল হক এর রাইছ মিলের সামনে কতিপয় ডাকাত গোপনে সংঘবদ্ধ হইয়া ডাকাতি করার জন্য ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ীতে ছদ্মবেশে অবস্থান করার সংবাদ প্রাপ্ত হয়ে এসআই (নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছাইয়া আসামী ১। মো. মামুন মিয়া (২০), পিতা-ইদ্রিস আলী, সাং- চরকৃষ্ণপুর, ২। মো. আসিফ (২২) পিতা-মোশারফ হোসেন ৩। হুমায়ুন (২৫) পিতা শহীদ মিয়া ৪। স্বপন মিয়া (২৫) পিতা-মো. রশিদ সর্ব সাং-পলাশকান্দা, ৫। শাহীন মিয়া (৪০) পিতা-আবুল কাশেম মৃধা, সাং-ডাকুয়া, সর্ব থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহগণকে হাতেনাতে ধৃত করেন। ঐ সময় ধৃত আসামীদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত সময় ধৃত আসামীদের হেফাজত হইতে ০২টি দেশীয় কাঠের হাতলযুক্ত রামদা, ০২ টি দেশীয় কাঠের হাতলযুক্ত চাকু, ০৩টি বাটন মোবাইল, সাদা লাইলনের রশি ও ০১টি ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ীটি জব্দ করেন। উক্ত ঘটনায় ফুলপুর থানার মামলা নং- ২৬ তারিখ-২৩/০৫/২০২৩ খ্রি, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন। Share this:FacebookX Related posts: ফুলপুরে ২৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ ফুলপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক পাইকগাছায় নৈশ কোচে ডাকাতির ঘটনায় আরো ৬ ডাকাত সদস্য আটক তারাকান্দার রামচন্দ্রপুরে শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার কলমাকান্দায় তক্ষক, নগদ টাকাসহ গ্রেফতার-২ হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বশুরকে হত্যা করলেন মেয়ের জামাই দুর্গাপুরে ১৪৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩ গফরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ধোবাউড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধ‘কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৫ ডাকাত আটকডাকাতিরপ্রস্ততি কালেফুলপুরে