হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বশুরকে হত্যা করলেন মেয়ের জামাই

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের শ্বশুরকে হত্যা করলেন পাষন্ড জামাই নজরুল ইসলাম।

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের শ্বশুরকে হত্যা করলেন পাষন্ড জামাই নজরুল ইসলাম।

গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় এলাকার মৃত ইছব আলীর পুত্র নজরুল ইসলাম নিজ বাড়িতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে নিজের শ্বশুরকে (জব্বার আলী (৭৫)) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর নজরুল ইসলাম ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করে ছিলেন। কিন্ত সে চেষ্টা তার বিফলে যায়। অবশেষে নিজের অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান খান সঙ্গীয়পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করে নজরুল ইসলামকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনার প্রায় তিন ঘন্টা পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন এ প্রতিবেদককে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অত্র থানায় হত্যা মামলা রুজু করা হয়। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মোকদ্দমা চলে আসছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শ্বশুরকে হত্যা করেন মেয়ের জামাই নজরুল। গ্রেফতারকৃত নজরুল ১৬১ ও ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্ধীতে স্বীকার করেন জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের ফাঁসাতে গিয়ে নিজের শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে গলা ও হাত,পা কেটে হত্যা করেন তিনি। নিহত ব্যক্তি হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র বলে জানান।