ফুলপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ; ময়মনসিংহর অঞ্চলে বোরো ধানের ভাল ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় ধান ঘরে তোলা নিয়ে শংকা দেখা দিয়েছে। জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক অসহায় কৃষক। অন্যন্য বছর উত্তরাঞ্চল থেকে ধানকাটার শ্রমিক আসলেও এবার গণপরিবহন বন্ধ থাকায় তারাও আসছে না। এদিকে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় কৃষকের হাতে টাকা পয়সাও নেই। এমন প্রেক্ষাপটে বিপদগ্রস্থ কৃষকের পাশে দাড়িয়েছে ময়মনসিংহের ফুলপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় গৃহায়ন ওগণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশে শুক্রবার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে বাইনজান গ্রামের একজন বর্গাচাষীর ১৫ কাঠা জমির ধান কেটে দিয়েছেন তারা। ফুলপুর উপজেলা ছাত্রলীগের নেত দেবাশীষ তালুকদার শুভ নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেয়। ধানক্ষেত থেকে প্রায় অাধা কিলোমিটার দূরে কৃষক ইদ্রিস অালীর বাড়িতে মাথায় করে কাটা ধান পৌঁছেও দেন তারা। কৃষক ইদ্রিস অালী জানান, কামলা (শ্রমিক) না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা না কেটে দিলে সব ধান ক্ষেতেই নষ্ট হেয়ে যেতো। ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে। মানবিক কারণে আমরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। অসহায় কৃষকের ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক নেতাদের সংবর্ধনা ও পুনর্মিলনী ফুলপুরে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে মানবাধিকার কমিশনের মতবিনিময় ফুলপুরে চা বিক্রেতাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ ফুলপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে প্রথম করোনায় আক্রান্ত এক জন ফুলপুরে আতিক মটরস্’র ত্রাণ বিতরণ ফুলপুরে যুবককে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা চেষ্টা,মামলা নেয়নি পুলিশ ফুলপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শশধর সেনের মতবিনিময় গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষকের ধান কাটে দিলোছাত্রলীগফুলপুরে