পাইকগাছায় নৈশ কোচে ডাকাতির ঘটনায় আরো ৬ ডাকাত সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পাইকগাছা থানা পুলিশ নৈশ কোচে ডাকাতির ঘটনায় আরো ৬ ডাকাত সদস্যকে আটক করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ গত দু’দিনে মাদারীপুর সহ এলাকার বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করে। মঙ্গলবার সকালে থানা চত্বরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসামীদের জড়িত থাকা এবং আটকের বর্ণনা দেন ওসি এজাজ শফী। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে আনা হয় আটক ডাকাত সদস্যদের। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর উপজেলার গদাইপুর গেদুর দোকান সংলগ্ন কার্ত্তিকের মোড় নামক স্থানে রাস দেড়’টার দিকে সড়কে গাছের গুড়ি ফেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিং ফিসার নৈশ পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহনের সুপার ভাইজার আছাফুর রহমান বাদী হয়ে পরের দিন ১৫ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামী করে পাইকগাছা থানায় দস্যুতা মামলা করে। যার নং- ১১। ওই সময় থানা পুলিশ এ ঘটনায় ৩জনকে আটক করে। ঘটনার ১ মাসের মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ৬ ডাকাত সদস্যকে আটক করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সোমবার মাদারীপুর সহ এলাকার বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের সাইদুল গাজী (২১), রাড়–লী গ্রামের ইমরান গাজী (২১), বাপ্পী গাজী (২১), গোপালপুর গ্রামের মেহেদী হাসান (২১), গদাইপুর গ্রামের আল-আমিন (৩৫) ও ফতেপুর গ্রামের তাকবীর হোসেন (২৩)। ওসি এজাজ শফী জানান, আটককৃতদের মধ্যে সাইদুল ও ইমরানকে মাদারীপুরের একটি ইট-ভাটা থেকে এবং অন্যান্যদের এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃতরা পরিবহন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের পরিবহন ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। Related posts: পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক ঈশ্বরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ১ ডাকাত গ্রেপ্তার রূপগঞ্জে গণপিটুনীতে ডাকাত নিহত, গ্রেফতার-২ যাত্রী বেশে ডাকাতি, গ্রেফতার ৭ দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক ঘোড়াঘাট ইউএনও আহত হয়েছেন ডাকাতের হামলায় কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত কিশোর গ্যাংয়ের অর্ধেকই মধ্যবিত্ত পরিবারের ৯৯৯ এ ফোন কলে নারী ডাকাত সদস্য আটক SHARES Matched Content অপরাধ বিষয়: আরো ৬ ডাকাত সদস্য আটকঘটনায়ডাকাতিরনৈশ কোচেপাইকগাছায়