মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার বিকেলে পৌরসভার যোগিনীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যোগিনীঘাট এলাকার বাসিন্দা মনির হোসেন মন্টু (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগম (৩৫)।

মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী ও স্ত্রীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।