২৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩
২৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারভেজ হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পারভেজ হোসেন কক্সবাজার সদর পৌরসভার মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি জানিয়েছেন।

শেখ বিল্লাল হোসেন জানান, `গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। পরে আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের আটক করতে ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।