রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিজয়নগর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরা জোনাল টিমের সদস্যরা।
ডিএমপির উত্তরা গোয়েন্দা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, মো. শাহরিয়া আলম ওরফে মো. শাকিল খান ওরফে হারুন (২৬), মেহেদী হাসান ওরফে মো. সাজ্জাদ হোসেন (৩০), মো. ফরহাদ (৩৫) ও মো. লালচাঁন মিয়া (৩০)।

ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, সোমবার সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির উত্তরা গোয়েন্দা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুর কাছে গোপন সংবাদ ছিল যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর শাহবাগ থানার বিজয়নগর এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ১৫ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।