রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক ; রাজধানীর মগবাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

এর আগে সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, জলিল (২৫), মুন্না (২৬) ও শরীফ (১৮)।

এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মগবাজার এলাকার হোটেল সুইট স্লিপের সামনে মাদক ব্যবসায়ীরা মিনি ট্রাকে ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। এ বিষয়ে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।