লবণভর্তি ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : অভিনব কায়দায় পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচারকালে তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাব ১১ এর সদস্যরা বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে লবনভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আমির হামজা (২৪), হৃদয় শেখ (২৬) ও তুহিন হোসেন (২৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি এর সদস্যরা বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে পিরোজপুর আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কক্সবাজার থেকে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশী করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের দায়ে আমির হামজা ওরফে মেহেদী হাসান, হৃদয় শেখ ও তুহিন হোসেন নামে তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফফতারকৃত মাদক ব্যবসায়ীরা পাবনা জেলার বিভিন্ন এলাকায় বাড়ি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার অঞ্চলের দিক থেকে আনয়ন করে ঢাকা, নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বুধবার সন্ধ্যায় লবণবোঝাই ট্রাকযোগে ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে কক্সবাজার হতে পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সোনারগাঁওয়ে আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে বৃহস্পতিবার সকালে মাদক পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ট্রাকের সামনে চালকের আসনের সাথে স্টীয়ারিং এর নিচের দিকে বিশেষ কৌশলে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে চালকের আসনের সাথে স্টীয়ারিং এর নিচের দিক হতে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: নাগরপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ব্যাংকে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার ৩ এবার ইয়াবাসহ রিজেন্টের এমডির ভায়রা গ্রেপ্তার সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক রাজধানীতে ইয়াবাসহ আটক ২ রাজধানীতে ইয়াবাসহ আটক ৩ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ কাওরান বাজারে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবাসহগ্রেফতার ৩ট্রাক থেকেলবণভর্তি