হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মহাপ্রয়াণ দিবস পালিত

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৩
হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মহাপ্রয়াণ দিবস পালিত

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট: ময়মনসিংহের হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র ৭ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র কৃতি সন্তান ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর উদ্যোগে পৌরশহরের কচুন্দরার নিজ বাসভবনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান,ধোবাউড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সন্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খাঁন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান,প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র একান্ত সচিব আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, হালুয়াঘাট যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম,সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নোমান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাবজুলুর রহমান হিল্লোল,সাধারণ সম্পাদক শাহিব হোসেন রাহুল,

ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাস্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সিনিয়র সহ সভাপতি আঃ মোতালেব আকন্দ, বীরমুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক শওকত ওসমান, মোস্তফা কামাল খান, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, জেফ সাংমা, যুবলীগ নেতা আবু সুফিয়ান, আনোয়ারুল ইসলাম ইকবাল, মেহেদী হাসান রনি, ছাত্রলীগের আহবায়ক নাদিউজ্জামান শুভ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন। এছাড়াও উপজেলার ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিপ্লব, গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান,ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, বিলডোরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী খাঁনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রয়াত মন্ত্রীর সমাধিস্থলে সর্বস্তরের মানুষ পুস্পস্তর্বক অর্পণ করে শ্রাদ্ধাঞ্জলি প্রদান করেন পরে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে। বক্তাগণ বক্তব্যে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র কর্মজীবনের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।