হালুয়াঘাট সাধারণ পাঠাগারের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাট সাধারণ পাঠাগারের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে হালুয়াঘাট সাধারণ পাঠাগারের আয়োজনে আনন্দ র‌্যালী পাঠাগার চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঠাগারে এসে শেষ হয়।

আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ খালেদুর রহমান আকন্দ, পাঠাগার শিশু কানন এর প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী,সরগম সংগীত বিদ্যালয়ের অধক্ষ্য মোঃ হাতেম আলী, পাঠাগারের সভাপতি সহ-সভাপতি দেবাশীষ দও,সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, শিক্ষা ও সাংস্কতিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,ক্রীড়া-সম্পাদক মোছাঃ সায়ফুন নাহার লিপি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদস্য দেওয়ান নাঈম ও গীতা দও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

এ ছাড়াও দু দিন ব্যাপী পাঠাগার প্রক্ষণে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।