হালুয়াঘাটে ইউ.ডি.সি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২ টি ইউনিয়ন এবং পৌরসভার ইউ.ডি.সি উদ্যোক্তাদের মাঝে করোনা ভাইরাসে ঘোষিত লকডাউনে কর্মহীন মানুষদেরকে বিভিন্ন ভাবে সেবা প্রদানসহ সার্বক্ষণিক স্থানীয় প্রশাসনকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য কাজের স্বীকৃতি স্বরুপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে স্থানীয় ব্যাডমিন্টন কোর্ট চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ইউ.ডি.সি উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার একজন উদ্যোক্তাসহ ১৩ জনকে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ২৬ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমূখ।