নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখার অভিযোগে একটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদাল। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় কোচিং সেন্টারের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় পাইওনিয়ার কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। ইউএনও রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত পাইওনিয়ার কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। সে সময় কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়া যায়। এ সময় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই কোচিংয়ের কার্যক্রম বন্ধ রাখতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ম্যানেজারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। Share this:FacebookX Related posts: বিরামপুরে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক বিরামপুরে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ২ লাখ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা : সেই প্রধান শিক্ষক গ্রেফতার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা উলিপুরে ঢাকাগামী নাইটকোচসহ বিভিন্ন অপরাধে জরিমানা নবাবগঞ্জে প্রশাসন থেকে উপহার পেলেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা ‘প্রতিটি মাদ্রাসায় কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা হবে’ ‘চরাঞ্চলে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে’ কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: অমান্য করেকোচিং সেন্টারখোলা রাখায়জরিমানানিষেধাজ্ঞা