পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইজিবাইক আরোহী বেলাল হোসেনের (৬৫) নামে এক ইউপি সদস্য মারা গেছেন। রোববার (৬ নভেম্বর) রাতে নতুনহাট জিতাপাড়া এলাকায় পঞ্চগড়-আটোয়ারি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের গানজাবাড়ি এলাকার তোজ মোহাম্মদের ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন পঞ্চগড় থেকে ইজিবাইকে করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার মাথা ইজিবাইকের বাইরে ছিলো।পথে ইজিবাইকটি থেমে থাকা ট্রাক্টর অতিক্রম করার সময় বেলালের মাথা ট্রাক্টরের পিছনের অংশে ধাক্কা খায়। এ সময় তিনি মাথা ও ডান কানে গুরুতর আঘাত পান এবং এক পর্যায়ে ছিটকে পড়ে যান।

পরে ইজিবাইকের অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু ট্রাক্টরে ধাক্কা খেয়ে ইজিবাইক আরোহী বেলাল হোসেনের নামের ইউপি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে সদর হাসপাতালে মরদেহ দেখতে ছুটে যান পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।