দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ২ লাখ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী ২৭১টি কেন্দ্রে সোমবার ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, সোমবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০২০ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬৪৬টি বিদ্যালয়ের ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এর মধ্যে ৯৩ হাজার ৩৭২ জন ছাত্রী ও ৯৯ হাজার ১৫৫ জন ছাত্র। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬৪২ জন আর অনিয়মিত পরীক্ষার্থী ২৭ হাজার ৩২৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৫৬২ জন।

তিনি জানান, বিজ্ঞান বিভাগে ৮১ হাজার ৮৬৮ জন, মানবিক বিভাগে ১ লাখ ৬ হাজার ১৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী রয়েছে। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে রংপুরে ৪৮টি কেন্দ্রে ৩৫ হাজার ৯৫৪ জন, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ২৬ হাজার ১৫১ জন, নীলফামারীতে ২৫টি কেন্দ্রে ২২ হাজার ৩০১ জন, কুড়িগ্রামে ৩৪টি কেন্দ্রে ২২ হাজার ৭৯৪ জন, লালমনিরহাটে ১৯টি কেন্দ্রে ১৫ হাজার ১৭৭ জন, দিনাজপুরে ৫৯টি কেন্দ্রে ৩৬ হাজার ৭২৯জন, ঠাকুরগাঁওয়ে ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ৯১৩ জন এবং পঞ্চগড় জেলায় ২২টি কেন্দ্রে ১৩ হাজার ৫০৮জন পরীক্ষা দিবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।