বাসচাপায় মেয়ের মৃত্যু, ৪ ঘন্টা পর মারা গেলেন মা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম (২৫) ও মেয়ে নিশি (৬)। দুপুরে এ তথ্য জানিয়েছেন নিহত টুম্পার খালাতো বোন তানিয়া। স্থানীয়রা জানান, টুম্পার বাবার বাড়ি বরিশালে স্বামীর বাড়ি সিলেটে। স্বামী মারুফের সঙ্গে দুই বছর আগে ডিভোর্স হয় টুম্পার। তারপর মায়ের সহযোগীতায় বেশ কিছু দিন আগে উপজেলার মরজাল ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে জায়গা কিনে সেখানে বাড়ি করে টুম্পা। হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের ন্যায় সকালে মেয়ে নিশিকে হলি ফ্লাওয়ার স্কুলে দেয়ার জন্য যাচ্ছিলেন। তিনি মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশি মারা যায়। আর টুম্পাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আমরা লাশ না দেখে কিছু বলতে পারবো না। মেয়ের মরদেহের সুরতাল করা হয়েছে। পরিবারের স্বজনরা বিনা ময়নাতদন্ত করে লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে। এ ঘটনায় ঘাতক বাস আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কের উপর সবজির হাট বসার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এ দুর্ঘটনার সঙ্গে হাট বসার কোন যোগসূত্র আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোন হাট নেই। মহাসড়কের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। তারা মহাসড়ক দেখাশোনা করে থাকেন। তাদের আমরা সহযোগীতা করে থাকি। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে মিটিংকালে মহাসড়ক থেকে হাটগুলো সড়ানোর জন্য একজন নির্বাহী ম্যাজিস্টেটের মাধ্যমে অভিযান পরিচালনা করতে বলেছি। এগুলো মহাড়ক থেকে সড়ানো গেলে দুর্ঘটনা অনেক কমে যাবে। Share this:FacebookX Related posts: নবীনগরে বাসচাপায় মা-মেয়েসহ নিহত-৩ সুদের টাকা না দেওয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত পাংশায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার পানি নিস্কাশনের অভাবে বোরো ধানের ক্ষতি সিংগাইরে দুই মাদক ব্যবসায়ির জেল ও জরিমানা বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া কচ্ছপ গেল গাজীপুরের সাফারী পার্কে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, প্রতিবাদে ট্রাকে আগুন আড়িয়াল খাঁ নদ থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার রাজশাহী থেকে অপহৃত ৪ স্কুলছাত্রী সাভারে উদ্ধার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৪ ঘন্টা পরবাসচাপায়মামারা গেলেনমেয়ের মৃত্যু