‘প্রতিটি মাদ্রাসায় কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘দেশের প্রতিটি মাদ্রাসায় দ্বীনি শিক্ষার সঙ্গে কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা হবে। না হলে দেশের বিশাল একটি জনগোষ্ঠী কর্মহীন থাকবে।’ সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভাবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত “যোগ্য আলেম ও দক্ষ মানবসম্পদ তৈরিতে মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষককেই এমপিওভূক্তির আওতায় আনা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু একমুখী শিক্ষা ব্যবস্থা গড়তে চেয়েছিলেন যা আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘আলেমদের একটি সম্প্রদায় ধর্মের অপব্যবহার করে রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। যা কখনো মানবতা হতে পারে না। দক্ষ ও কর্মমুখী মানুষ গড়ে তুলতে না পারলে শিক্ষা ক্ষেত্রে কখনোই উন্নয়ন সম্ভব নয়।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যদের মাঝে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব, কামাল হোসেন। মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলা এবং বগুড়া, নওগাঁ, জয়পুরহাটের সকল ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। Share this:FacebookX Related posts: বিরামপুরে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক বিরামপুরে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ২ লাখ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা : সেই প্রধান শিক্ষক গ্রেফতার নবাবগঞ্জে প্রশাসন থেকে উপহার পেলেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে বোদা কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক যুবকের লাশ উদ্ধার,আহত ১ বিরামপুরে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধার, আটক-৫ ভিটামিন এ প্লাস সফল করতে কুড়িগ্রামে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা নবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা SHARES Matched Content দেশের খবর বিষয়: 'প্রতিটি মাদ্রাসায়কর্মমূখী শিক্ষাব্যবস্থা করা হবে'