‘প্রতিটি মাদ্রাসায় কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা হবে’

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘দেশের প্রতিটি মাদ্রাসায় দ্বীনি শিক্ষার সঙ্গে কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা হবে। না হলে দেশের বিশাল একটি জনগোষ্ঠী কর্মহীন থাকবে।’

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভাবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত “যোগ্য আলেম ও দক্ষ মানবসম্পদ তৈরিতে মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষককেই এমপিওভূক্তির আওতায় আনা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু একমুখী শিক্ষা ব্যবস্থা গড়তে চেয়েছিলেন যা আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘আলেমদের একটি সম্প্রদায় ধর্মের অপব্যবহার করে রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। যা কখনো মানবতা হতে পারে না। দক্ষ ও কর্মমুখী মানুষ গড়ে তুলতে না পারলে শিক্ষা ক্ষেত্রে কখনোই উন্নয়ন সম্ভব নয়।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অন্যদের মাঝে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব, কামাল হোসেন।

মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলা এবং বগুড়া, নওগাঁ, জয়পুরহাটের সকল ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।