হিলিতে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ও সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা। আটককৃতরা হলেন, নওগাঁর রানীনগর থানার চকবিলাকী গ্রামের রাজু হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার জিলাপিপট্টি গ্রামের মনিরা বেগম, হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের মজিবর রহমান। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ভোর রাতে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মজিবর রহমান নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল দল শুক্রবার সকালে সীমান্তবর্তী জিলাপিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের দিক থেকে আসা রাজু ও মনিরা বেগমকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত জামালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার হাতিকাটায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ দুই নারী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: গাঁজাসহফেনসিডিলমাদক কারবারি আটকহিলি