ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২২, ২০২১

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জেলার নবাবগঞ্জ উপজেলার জামেরিয়া পুটিহার গ্রামের মৃত হারুন উর রশীদের ছেলে গোলাম রব্বানী (২০), একই উপজেলার বড়বাড়িয়া মধ্যেপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে ইসতিয়াক আহমেদ বিপ্লব (২০) ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজিম হোসেন (২০) ও প্বার্শবর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বকশিচর গ্রামের মৃত নাদু শেখের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

এসময় তাদের হেফাজত থেকে একটি মটর সাইকেল, ৪টি চাকু, ১টি হেস্কো ব্লেড, ১টি কাটার, মোবাইল ফোন, দড়ি ও টেপ জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে জানান, ২২ মে ভোররাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের হিলির মোড় নামক স্থানে রাত্রীকালিন ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পালশা ইউপির ডুগডুগি বাজার কৃষি ব্যাংক সংলগ্ন স্থানে ৯/১০ জন যুবক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্র নিয়ে সমবেত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রসস্ত্রসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।

ওসি আরো জানান, ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ায় ১০ জনের নামে থানায় ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ৪ আসামীকে আজ দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।