আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ২ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : জয়পুরহাটে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। একইসঙ্গে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পাঁচুরচক এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা হলেন, ক্ষেতলাল উপজেলার বড়তারা কুঠিরপাড়া মহল্লার মো. আশরাফ আলী আকন্দ (৫৫) ও জেলা শহরের পাঁচুরচক ফরিকপাড়া মহল্লার জয় ইসলাম রাজ (২০)। আশরাফ আলী আকন্দ ইজিবাইক চোর চক্রের মূলহোতা ও একজন সক্রিয় সদস্য এবং জয় ইসলাম রাজ তার সহযোগী হিসেবে কাজ করে বলে জানায় র্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের নিকট থেকে চুরি করা একটি ইজিবাইক, মোবাইল সেট ও সীমকার্ড উদ্ধার করা হয়েছে। ইজিবাইক চুরির অভিযোগ পেয়ে র্যাব নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অনুসন্ধানে আন্তঃজেলা ওই চোর চক্রের সন্ধান পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচুরচক এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলী ও জয় ইসলামকে হাতেনাতে আটক করে র্যাব। জয়পুরহাটসহ আশপাশের এলকায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরির সঙ্গে জড়িত এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায় র্যাব। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা দায়েরসহ অভিযুক্তদের থানায় সোপর্দ করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁয় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক আত্রাইয়ে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় আটক-৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাল রুপি ও সরঞ্জামসহ গ্রেফতার-৪ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় বিপ্লব হত্যার ২ বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৫ নওগাঁয় ২৬কেজি গাঁজাসহ আটক-২ জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার গ্যাসের সিলিন্ডারে ফেন্সিডিল, আটক ৩ পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার জয়পুরহাটে ৪৮ ঘণ্টর মধ্যে ক্লু-লেস খুনের রহস্য উদঘাটন আত্রাইয়ে নেশাজাত ট্যবলেটসহ ২ জন গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আন্তঃজেলাইজিবাইকচোর চক্রেরসদস্য আটক