সোনালী ধানে ভরা মাঠে দুলছে কৃষকের স্বপ্ন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলায় বোরো ধান পাকতে শুরু করেছে। সোনালী ধানে ভরে গেছে মাঠ। কৃষকের স্বপ্ন দুলছে বৈশাখী বাতাসে। কৃষকদের প্রত্যাশা প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বামনাহার গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, তিনি তার জমিতে বোরো ধানের চাষ করেছেন। অনুকূল আবহাওয়া ও রোগ বালাই মুক্ত ভাবে ধান গাছ বেড়ে উঠেছে। এবার ধানের শীষ বড় ও দানা পুষ্ট হয়েছে। তার প্রত্যাশা তার নিজেরসহ মাঠের অন্যান্য কৃষকের আবাদ ভালো হয়েছে এবং আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নে এবার ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২১৫ হেক্টর জমিতে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকূল আবহাওয়ায় আশাতীত ভাবে ধান গাছ বেড়ে উঠেছে। ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকলে এবার বিরামপুর উপজেলায় বোরো ধানের বাম্পার ফসল ঘরে উঠবে। এদিকে, কালবৈশাখী আসার আগেই মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকরা অপেক্ষা করছেন। কৃষি শ্রমিকরাও ধান কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা, মাড়াইয়ের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: দিনাজপুরে লিচু গাছে প্রচুর মুকুল,মৌয়ালদের ভীড় বাড়ছে বাগানে আশার আলো দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের টমেটো চাষিরা গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন রাণীশংকৈলে সমলয় প্রযুক্তি-তে চাষাবাদের উদ্বোধন করলেন ডিসি সূর্যমুখী ফুলের হাসিতে হাসছে পঞ্চগড় আত্রাইয়ে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন পাটের বাম্পার ফলনের সম্ভাবনা ভুট্টায় ভাগ্য ফিরেছে কৃষকদের দিগন্ত জুড়ে সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন দিনাজপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁপে চাষ ঘোড়াঘাটে খাটো জাতের নারিকেল চাষে সফল আবু সায়াদ পার্বতীপুরে আগাম বোরো ধান কর্তন শুরু, বাম্পার ফলনের আশা SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকের স্বপ্নদুলছেভরা মাঠেসোনালী ধানে