রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ২১ জনের নামে মামলা : গ্রেপ্তার ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জাড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা ধায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নিহত সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সাইফুল ইসলাম লালু শুক্তগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও গোপালপুর এলাকার মৃত হানিফ মৃধার ছেলে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রæতার জেরে এই ডাবল মাডার হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাতে শুক্তগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হাওলাদারকে জগাইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি রাস্তায় আসলে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা সাইফুল ইসলাম লালুর নির্দেশে ধাড়ালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত চার জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো. খাদেম হোসেনের ছেলে মো. সজল হোসেন (২১), মৃত আব্দুল ছত্তারের ছেলে মো. মিজান (৪১), মৃত দলিল উদ্দিনের ছেলে মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিন জনের বাড়ি উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার। খুলনা দৌলতপুরের রেলিগেট এলাকার মো. ইমনের ছেলে মো. হাসান (২১)। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: ঢাবি ছাত্রী ধর্ষণ ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর জাটকাসহ ১৬ জেলে আটক আগৈলঝাড়ায় কোচিং শিক্ষকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠির রাজাপুরে নদী রক্ষায় উচ্ছেদ অভিযান আগৈলঝাড়ায় ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-২ বরিশালে ফেনসিডিলসহ গ্রেফতার ৫ বাহুবলে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী কারাগারে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে আটক ১ বিমান থেকে নেমে গেলেন কারাগারে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ২১ জনের নামেগ্রেপ্তার-৪জোড়া খুনের ঘটনায়মামলারাজাপুরে