চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাল রুপি ও সরঞ্জামসহ গ্রেফতার-৪

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় জাল রুপি ও সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কানসাট ও বিনোদপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৪ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপি ও সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর উত্তরপাড়া পাইলিংমোড় মহল্লার শাহাবুদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪০), বিনোদপুর ইউনিয়নের এবাদত বিশ্বাস টোলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫২) ও মাইনুল ইসলাম (৩৭) এবং কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. সরফুর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের বাশপট্টি এলাকায় শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাদেকুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ১ লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বিনোদপুর ইউনিয়নের এবাদত বিশ্বাসটোলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে জামাল ও মইনুলকে জাল রুপি তৈরি করা অবস্থায় আটক করা হয়। এ সময় আরও ৩ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা গেছে এসব জাল রুপি তারা সীমান্তে বিভিন্ন চোরাচালান ও গরুর বিট-খাটালে ব্যবহার করতো।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।