পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৮ জন ও ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

যাদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আরিফুজ্জামান রনি (২৪) কে ২৬ গ্রাম হেরোইন, রাজপাড়া থানা পুলিশ আপেল হোসেন (২৩) কে ৩.৫ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ মর্তুজা (৩৩) কে ৪.৫ গ্রাম হেরোইন, কাটাখালী থানা পুলিশ হৃদয় (১৯) কে ৫.১০ গ্রাম হেরোইন, বেলপুকুর থানা পুলিশ সম্রাট খন্দকার (২২) কে ৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

এছাড়া পবা থানা পুলিশ মোজাহার আলী (৩৪) কে ২ লিটার দেশীয় মদ, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আলামিন (২৩) কে ৫০ গ্রাম গাঁজা, কর্ণহার থানা পুলিশ সুলতানা খাতুন (৩২) কে ২ গ্রাম হেরোইন, দামকুড়া থানা পুলিশ সুইট (২১), রুবেল (২০) কে ১০ লিটার দেশীয় মদ ও ডিবি পুলিশ মিন্টু (৩৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণর করা হয়েছে বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন আরএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।