ঈদের দিনে হাত কেটে প্রেমিকার নাম লিখে যুবকের আত্মহত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বজনেরা ওই যুবককে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার বলছে, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। যুবকের হাতে মেয়ে ও তার নাম লেখা ছিল। নিহত ওই যুবকের নাম—মো. ইয়াসিন (১৮)। ইয়াসিন পেশায় একজন অটোচালক। তিনি উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছগ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, ‘যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। প্রেম-ভালোবাসাজনিত কোনো কারণে এই আত্মহত্যা হতে পারে।’ ইয়াসিনের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, ‘আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি।’ ইউপি চেয়ারম্যান জাহারুল ইসলাম বলেন, ‘কী কারণে আত্মহত্যা করেছে তা না জেনে বলতে পারব না। তবে কারণ ছাড়া এ রকম অল্প বয়সী ছেলে আত্মহত্যা করতে পারে না।’ নেছারাবাদ থানার ওসি জাফর আহমেদ বলেন, ‘কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ Share this:FacebookX Related posts: বরিশালে গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা পাথরঘাটায় নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ভোলার ৬ লেন রাস্তার জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ, শহরে আনন্দ মিছিল বাসচাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের মির্জাগঞ্জে ইউপি সদস্যর শপথ গ্রহন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস বঙ্গোপসাগরে ২২ দিনেও খোঁজ মেলেনি ১৮ জেলের গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্মহত্যাঈদের দিনেপ্রেমিকার নাম লিখেযুবকেরহাত কেটে