মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে শারমিন( ২০) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলি গ্রামে আত্নহত্যার এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার এ কই গ্রামের মোঃ শফিকুল ইসলামের হাওলাদারের স্ত্রী। পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

মির্জাগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে জানান তিনি।